রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

তীব্র গরমের সঙ্গে ঘূর্ণিঝড়ের দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস


২ এপ্রিল ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ 

তীব্র গরমের সঙ্গে ঘূর্ণিঝড়ের দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

এপ্রিল মাসের শুরুতেই তীব্র গরমের হলকা গায়ে এসে লাগতে শুরু করেছে। কোনো কোনো এলাকায় ইতোমধ্যেই তাপমাত্রা পৌঁছেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে একমাস মেয়াদী পূর্বাভাসে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে তীব্র গরমের দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে চলতি মাসেই অন্তত একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

গতকাল সোমবার (১ এপ্রিল) একমাস মেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের আশঙ্কা আছে। তবে সেই পরিস্থিতিতেও দেশে ৫ থেকে ৭ দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে।

তবে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তার উজানে ভারী বৃষ্টিপাতের পরিপেক্ষিতে নেমে আসা ঢলে উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অন্যদিকে চলতি মাসেই দুই থেকে চারটি মৃদু (৩৬-৩৭.৯°সে.) বা মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং এক থেকে দুটি তীব্র (৪০-৪১.৯°সে.) বা অতিতীব্র (৪২°সে বা এর বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি মাসজুড়েই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। ফলে মাসজুড়েই তীব্র গরম অনুভূত হবে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ড. মো সাদেকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাসের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে এসব তথ্য উঠে এসেছে।