রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
কবিতা

ফ্ল্যাশব্যাক- লাখো কোটি পিক্সেলে লুকিয়ে রাখা ফুল


দারা মাহমুদ এর লেখা একটি কবিতা

৮ জুলাই ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ 

ফ্ল্যাশব্যাক- লাখো কোটি পিক্সেলে লুকিয়ে রাখা ফুল

ছবি/প্রথম আলো |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সেরিব্রামের অসীম গিগাবাইটে

লাখো কোটি পিক্সেলে লুকিয়ে রাখা ফুল

যা আর দৃশ্যমান হবে না

অথচ একদা স্পর্শযোগ্য ছিল সেই ইমেজ

পাপড়ি খোলার দিন ভেসে গেলে

গোল্ডেন ট্রায়াঙ্গেল পার হয়ে গেলে

সব ভয় ভেসে যায় জলকপাটের সাথে

আর কখনো কোনো ফুল বাতাসে সুবাস

দেবে না...