
সিএনজি অটোরিক্সা চালকদের ১০ হাজার টাকা বোনাসের দাবীতে মানববন্ধন
১০ জুলাই ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ
টাকাটা ধার না উপহার
টাকা লেনদেনের আগে প্রথমেই এ বিষয়ে পরিষ্কার হওয়া উচিত। নয়তো সময় যেতে থাকবে আর সম্পর্কে তিক্ততা বাড়বে। বছর চারেক ধরে দাতা হয়তো ভাবছেন, আজ দেবে, কাল দেবে কিন্তু গ্রহীতা সেটাকে উপহার ভেবে বসে গেছেন। তাই টাকা দেওয়ার আগেই সম্ভব হলে ধারের প্রকৃতিটা পরিষ্কার করে নিন।
শর্ত ও সময় নির্ধারণ করুন
টাকা যদি ধার হিসেবে দিয়ে থাকেন, অবশ্যই সেটা পরিশোধের শর্ত থাকতে হবে। এখানে দুজনের মত অনুযায়ী চুক্তি করা জরুরি। সম্পর্কের খাতিরে হয়তো আপনি সেভাবে চুক্তি করতে চাইবেন না। কিন্তু পরবর্তী সময়ে যাতে সম্পর্ক খারাপ না হয়, তাই পরিশোধের সময় ও ধরন সম্পর্কে আগেই পরিষ্কার করে নিন।
পরিশোধ হবে কীভাবে
কী উপায়ে ধারের টাকা ফেরত দেওয়া হবে, সেটা জেনে নেওয়াও আপনার জন্য ভালো। ডেডলাইনের আগে ছোট একটা মেসেজ দিয়ে তাঁকে তারিখটা মনে করিয়ে দিতে পারেন। ব্যাংকে যাওয়ার বা অন্য কোথাও গিয়ে টাকা নিয়ে আসার ঝামেলা থাকলে আগেই এসব সমস্যা সম্বন্ধে কথা বলে নেওয়া উচিত।
ব্যক্তিত্বের ধরন বুঝে ঋণ দিন
আপনার বন্ধু বা স্বজন সবাই যে আপনার মতো ধ্যানধারণা বা নীতিতে বিশ্বাসী হবে, তা কিন্তু নয়। তাই ব্যক্তি বুঝে সাহায্য করুন। পরিবার বা আত্মীয় তো বটেই, আপনার বন্ধুদের মধ্যেও এমন কেউ থাকতে পারে, যিনি আপনার টাকাকে নিজের ভেবে খরচ করে ফেলাটাকে অপরাধ মনে করেন না। হতে পারে তাঁর ব্যক্তিত্বের ধরনটা এমন যে ঋণ ফেরত দেওয়ার ব্যাপারে বরাবরই উদাসীন। এমন ব্যক্তিকে টাকা ধার দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। ধার দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই বা আপনি নিজেই অন্য কারও কাছে ঋণী বলে তাঁদের এড়িয়ে যেতে পারেন।
কিন্তু জীবনে সবকিছু পরিকল্পিতভাবে হয় না। দেখা গেল হঠাৎ জরুরি প্রয়োজনেই কেউ আপনার কাছে টাকা ধার নিল। পরে টাকা কীভাবে ফেরত দেবে, সে বিষয়ে আলোচনা করার সুযোগও পাওয়া গেল না। অনেক সময় গ্রহীতাও তাঁর বিপদ থেকে উত্তরণের পর টাকা ফেরত দিতে ভুলে যায়। ঋণগ্রহীতার সঙ্গে আপনার সম্পর্ক কেমন—এ বিষয়ের ওপর ভিত্তি করে আপনি পাওনা টাকা ফেরত পেতে যা করতে পারেন—
সূত্র: ইকোনমিক টাইমস, অ্যাপার্টমেন্ট থেরাপি ও বোনা। অনুবাদ করেছেন তাইয়্যেবা তাবাসসুম/প্রথম আলো