
খুকৃবি গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশনের দায়িত্বে সহকারী অধ্যাপক শরিফুল ও শিক্ষার্থী শাহীন
২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ
৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। তাৎক্ষণিক ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সময় আজ শনিবার (০২ ডিসেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে দেশটির মিন্দানাও ও এর আশপাশের এলাকা ভূমিকম্পে কেঁপে উঠে।
রয়টার্সের প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর আশেপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে, গত মাসের ১৭ তারিখ দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন অন্তত ১৩ জন নাগরিক। ভেঙে পড়েছিল ৫০টি বাড়ি। এ বারের কম্পনে ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। এখনও জানা যায়নি হতাহতের সংখ্যাও। এরই মধ্যে আশঙ্কা বৃদ্ধি পেল সুনামির সতর্কবার্তা জারি হওয়ায়।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।