ভালুকায় সেনাবাহিনীর হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
২৯ অক্টোবর ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ
পটুয়াখালীর কলাপাড়ায় অনূর্ধ্ব ১৪ বছর বয়সী নারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে 'এইচপিভি' টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় খেপুপাড়া বালিকা বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচি'র উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা:তানজিলা আক্তার তিশা। বিশেষ অতিথি ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: তানজিলা আক্তার তিশা বলেন, এই টিকা গ্রহণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিগত সময় সে নিজেও এই টিকা গ্রহণ করেছেন। তাই নির্বিঘ্নে নির্ভয়ে সবাইকে টিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছন।
এ টিকাদান কার্যক্রম সার্বিকভাবে সহযোগিতা করেছেন কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআনোয়ার হোসেন ও পরিচালনায় ছিলেন স্বাস্থ্য সহকারী মনিরা সুলতানা।