জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
প্রতিদিনই নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৬২ জন।
নরসিংদী জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ গত ২৪ ঘন্টায় প্রাইভেট হাসপাতালে কোন রোগী শনাক্ত হয়নি। সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছে নতুন করে ১০ জন। গত ২৪ ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ০৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় কেউ ডেঙ্গুতে মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬২ জন।
নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৯ জন রোগী। জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ০৯ জন রোগী। এছাড়া পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৪ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ জন ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, এ বছরের জানুয়ারি ২০২৪ থেকে অদ্যাবদি পর্যন্ত মোট সেবা প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১শত ৬৫ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন।