স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
৩০ আগস্ট ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
সাইক্লোন রেমাল পরবর্তী যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা রেসপন্সেস কার্যক্রম যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবায় মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকল থেকে বিকাল পর্যন্ত জাতিসংঘ জনসংখ্যা তহবিল সহযোগিতায় ও সিআইপিআরবি'র আয়োজনে লালুয়া ইউনিয়নের চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চলে এই মোবাইল হেলথ ক্যাম্প।
দিনব্যাপী মোবাইল হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবার আওতায় রয়েছে মাতৃ স্বাস্থ্য ও প্রজনন, স্বাস্থ্য সেবা, জরায়ু ক্যান্সার টেস্ট, (ভায়া টেস্ট) এবং গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা।
মোবাইল হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কলাপাড়া হাসপাতালের মেডিক্যাল অফিসার শরীফ শায়েলা ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী পরিবার পরিকল্পনা বিভাগ উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সামসুজ্জামান, পটুয়াখালী জেলা ফ্যামিলি প্লানিং ফেসিলেটর, সন্তোষ কুমার মন্ডল, কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ মেহেদী হাসান,পটুয়াখালী ফিল্ড অফিসার, ইউএনেফপিএ মোহাম্মদ কামরুজ্জামান, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আলমগীর হোসাইন লিবুল।
ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আলমগীর হোসাইন লিবুল বলেন, ঘূর্ণিঝড় রেমাল ২৬ মে ২০২৪ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলিতে আঘাত হানে। ১৯টি জেলা (১১৯টি উপজেলা ও ৯৩৪টি ইউনিয়ন) জুড়ে মোট ৪.৬ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের জন্য ইউএনএফপিএ উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলি পটয়াখালী, বাগেরহাট এবং সাতক্ষীরাতে জরুরি প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য নিম্ন লিখিত উদ্যোগ গ্রহণ করেন। কিশোরী, গর্ভবতী মা, প্রসব পরবর্তী মা সেবা, মানসম্পন্ন সমন্বিত জেন্ডার -ভিত্তিক সহিংসতা/যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সেবা কেন্দ্র গুলিতে প্রবেশাধিকার ও সেবা প্রদান উন্নতকরন, মাতৃমৃত্যু এবং যৌন বাহিত রোগ হ্রাস করা, গর্ভবতী মহিলাদের ন্যূনতম প্রাথমিক সেবা প্যাকেজ সহায়তা, জেভার-ভিত্তিক সহিংসতা।
তিনি আরো বলেন, আমাদের প্রকল্পের উদ্দেশ্য হলো ঘূর্ণিঝড়ের সময় এবং পরে নিরাপদ জন্য নিশ্চিতকরণ, মাতৃমৃত্যু এবং যৌন বাহিত রোগ হ্রাস করার জন্য গর্ভবর্তী মহিলাদের এবং স্বাস্থ সেবা প্রদানকারীদের ন্যূনতম প্রাথমিক সেবা প্যাকেজ সহায়তা প্রদান করা। এবং ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত মহিলা, কিশেরী এবং অনান্য দুর্বল গোষ্ঠীগুলি মানসম্পন্ন সমন্বিত জেন্ডার ভিত্তিক সহিংসতা যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সেবা কেন্দ্র গুলিতে প্রবেশাধিকার ও সেবার মন উন্নত করা।