বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শনে হাসপাতালে শিক্ষার্থীরা


স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শনে হাসপাতালে শিক্ষার্থীরা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালের অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার কারন খুঁজতে পরিদর্শন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়'র শিক্ষার্থীদের টিম। মঙ্গলবার(২১ আগস্ট)সকাল ১০ টায় শিক্ষার্থীদের একটি টিম হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী সহ কয়েকজন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। আলোচনা শেষে নানা অভিযোগে ডা. জে এইচ খান লেলিন কে বদলি করার আহ্বান জানান তারা।

এসময় কলাপাড়া হাসপাতালে রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত, ভিজিট ষ্টেট বাণিজ্য বন্ধ, সিজার অপারেশন চালু, রোগীদের খাবার মান ভালো করা, হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করা, হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি বন্ধ এই বিষয়গুলো তুলে ধরে সমাধান করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। হাসপাতাল পরিদর্শন করা টিমের সদস্য ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়'র শিক্ষার্থী জুলকার নাঈম, মো: শুভ রহমান, মো: রেদোয়ান ও মো: রাজিব।

বিশ্ববিদ্যালয়'র শিক্ষার্থী জুলকার নাঈম বলেন, আমরা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পেয়েছি।বিশেষ করে কলাপাড়া মেডিকেল অফিসার ডা. লেলিন'র বিরুদ্ধে। তিনি বছর পর বছর হাসপাতালে থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে।তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি প্রাইভেট হাসপাতাল খুলে রোগীদের এখানে সিজার সহ সব ধরনের অপারেশন এবং ষ্টেট বাণিজ্য করে থাকে। এসব বন্ধ না করলে ডাঃ লেলিন কে বদলি করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, সকাল থেকে শিক্ষার্থীদের একটি টিম হাসপাতালের বিভিন্ন ডাক্তারের চেম্বার, ওয়ার্ড ও রান্না ঘর পরিদর্শন করেছে। নানা ধরনের সমস্যার কথা বলছে। আমরা আমাদের সাধ্যমতো সমাধানের চেষ্টা করবো।