খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
৮ জুলাই ২০২৪, ৬:০২ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত |
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পোশাকশিল্পে উজ্জীবিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড 'রঙ বাংলাদেশ'। সারা বছরই ব্র্যান্ডটি ক্রেতার সন্তুষ্টির জন্যে নানা ধরনের আয়োজন করে। সেজন্যেই এই সময়ে বর্ষার সংগ্রহও হয়েছে স্বতন্ত্র । তার উপর বর্ষার এই দুরন্ত সময়ে নিয়ে এসেছে ‘দুরন্ত বর্ষায় উড়ন্ত অফার’, নির্দিষ্ট আউটলেট ও অনলাইনে বাছাই পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
এই আয়োজনে আছে আকর্ষনীয় ডিজাইন ও ইউনিক থিমের শাড়ি, সালোয়ার–কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, পায়জামা, টিশার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, গহনা ও এক্সেসরিজসহ আরো অনেক সামগ্রী। বাবা-ছেলে, মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল প্যাকেজ আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজও রয়েছে এই আয়োজনে। এই অফারের মধ্যেই আছে অনেকগুলো এক্সক্লুসিভ পোশাক, যার ডিজাইন তৈরীই হয়েছে একটি পোশাক। ফলে ভাগ্যবান ক্রেতা কিনতে পারবেন তার জন্যে ইউনিক ডিজাইনের স্বতন্ত্র পোশাক।
অফারে পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোন আউটলেটে। এছাড়া ঘরে বসে নিঝঞ্ঝাটভাবে অর্ডার করতে ভিজিট করতে পারেন www.rang-bd.com এবং ফেসবুক পেজ rangbangladesh -এ।