বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
বর্ষার আমেজ

দেশীদশের দশটি ব্র্যান্ডের নির্দিষ্ট পণ্যে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়


দেশীদশের দশটি ব্র্যান্ডেই এখন বর্ষায় পরার মতো পোশাকের বিশাল সমাহার। সঙ্গে বাড়তি পাওয়া বর্ষার বিশেষ ছাড়, নির্দিষ্ট পণ্যে ৫০% পর্যন্ত মূল্যছাড়। তাই এই বর্ষায় আপনার নিত্যদিনের অনুষঙ্গ হোক দেশীয় পোশাক।

৮ জুলাই ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ 

দেশীদশের দশটি ব্র্যান্ডের নির্দিষ্ট পণ্যে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়

ছবি: সংগৃহীত |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুই আমাদের প্রকৃতিকে বিভিন্নভাবে সাজিয়ে দেয় তার আপন সাজে। আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বর্ষায় প্রকৃতি সেজে ওঠে তার আপন মহিমায়। তাই দেশীদশের দশটি ব্র্যান্ডেই এখন বর্ষায় পরার মতো পোশাকের বিশাল সমাহার। সঙ্গে বাড়তি পাওয়া বর্ষার বিশেষ ছাড়, নির্দিষ্ট পণ্যে ৫০% পর্যন্ত মূল্যছাড়। 

তাই এই বর্ষায় আপনার নিত্যদিনের অনুষঙ্গ হতে পারে দেশীয় পোশাক। দেশীদশ, একই ছাদের নিচে নান্দনিক সাজে দেশের ১০টি সেরা ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি এর সমন্বয়ে গঠিত।

বর্ষার এই আয়োজন ‘বর্ষার বিশেষ ছাড়’ থাকবে ঢাকার বসুন্ধরা সিটির লেভেল চার, সিলেটের কুমারপাড়া আর চট্টগ্রামের আফমি প্লাজার লেভেল ৫ এ অবস্থিত দেশীদশ আউটলেটগুলোতে। ৫০% পর্যন্ত এই মূল্যছাড়ে থাকবে সকল ব্র্যান্ডের শাড়ি, পাঞ্জাবি, স্ট্রিচ ড্রেস, আনস্ট্রিচ ড্রেস, শার্ট, টি-শার্ট, টপস, কামিজসহ আরো অনেক সামগ্রী। ৩রা জুলাই থেকে শুরু হওয়া বর্ষার বিশেষ ছাড় চলবে ২০ জুলাই পর্যন্ত।