৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
২৬ নভেম্বর ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ
https://youtu.be/adoUALAYt2o | ছবি: সংগৃহীত
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
শীত নামার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে কম্বল নিয়ে বিস্তর চর্চা চলছে। ফেসবুকে ‘কম্বল দে, কম্বল দে’ কথাটি রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকে মজার ছলে ভিডিও বানিয়েছেন, কেউ কেউ কম্বল নিয়ে মশকরায় মেতেছেন।
হঠাৎ করে ফেসবুক কম্বল নিয়ে সয়লাব হলো কেন? বিষয়টি নিয়ে অনেকের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।
আর এই ঘটনার সূত্রপাত নিউজিল্যান্ডের পার্লামেন্টে। দেশটির আদিবাসী মাওরিদের এতিহ্যবাহী ‘হাকা’ গান পরিবেশন করেছেন তরুণ রাজনীতিবিদ হানা-রাহিতি মাইপি-ক্লার্ক। এই সপ্তাহে মাওরিদের নিয়ে একটি বিলের প্রতিবাদের জন্য এই পথ বেছে নেন সংসদ সদস্যরা।
মুলত সেই গানের একটি কথা শুনতে ‘কম্বল দে’—এর মতো; তবে শব্দটা ‘কম্বল দে’ নয়। হাকা গানটির উচ্চারণ ‘কাম্মাতে কাম্মাতে’, এটি একটি প্রতিবাদী গান, গানটির সঙ্গে কম্বলের কোনো সম্পর্কের লেশমাত্র নেই। তবুও শীতকে সামনে রেখে সেখান থেকে ‘কম্বল দে’ কথাটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।