৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
২১ নভেম্বর ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ
এ আর রাহমান ও মোহিনী দে | ছবি: কোলাজ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
এ আর রাহমানের সঙ্গে স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের কয়েক ঘণ্টা পর বেজ গিটারিস্ট মোহিনী দে–ও বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। দুজনের ২৯ বছরের সংসারে ইতি ঘটছে।
এ আর রাহমানের বিচ্ছেদের সঙ্গে মোহিনীর বিচ্ছেদের ঘটনা নিয়ে দুই–দুইয়ে চার মিলিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। দুজনের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। কলকাতার মেয়ে মোহিনী এ আর রাহমানের সঙ্গে ৪০টির বেশি শো করেছেন।
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। বিষয়টি নিয়ে জোর আলোচনার মধ্যে রিপাবলিক টিভিতে তিনি জানান, বিচ্ছেদের পেছনে দুজনের কোনো যোগসূত্র নেই। এ আর রাহমান ও সায়রা বানু নিজেরা মিলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে এ আর রাহমান ও সায়রা বানুর বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। এ আর রাহমান ও সায়রা বানুর তিন সন্তান রয়েছেন—খাদিজা, রহিমা ও আমিন। তিনজনই বাবাকে অনুসরণ করে সংগীতের সঙ্গে রয়েছেন।
এ আর রাহমানের বিচ্ছেদের কয়েক ঘণ্টা পর এক ইনস্টাগ্রাম পোস্টে সুরকার স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে সংসারে ইতি টানার ঘোষণা দেন মোহিনী দে।
পাশাপাশি ঢাকার গান বাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ বাজিয়ে গেছেন মোহিনী। পাশাপাশি কোক স্টুডিও ইন্ডিয়াতেও ছিলেন ২৮ বছর বয়সী এই বেজ গিটারিস্ট।