ভালুকায় সেনাবাহিনীর হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
৩০ অক্টোবর ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত |
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
আপনি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পরনে যে পোশাক দেখতে পাচ্ছেন, তা আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড গানির। এর মূল্য ৪০ হাজার ৪৯৬ রুপি। ডেনিমের দুই রকম শেডের ওই পোশাকের তলাটা স্কার্টের মতো হলেও ওপরের অংশটি শার্টের মতো। স্লিভলেস। তবে কলার রয়েছে।
ক্যাটরিনা কাইফ মানেই তার ভক্ত-অনুরাগীদের কাছে একঝলক টাটকা হাওয়া। ইদানীং তার দেখা পাওয়া যায় কম। পর্দায় তো বটেই প্রকাশ্যেও কমই ধরা দেন এ অভিনেত্রী। সম্প্রতি তাকে এক অনুষ্ঠানে দেখা গেল একটি ডেনিমের ম্যাক্সি ড্রেস পরে হাজির হতে। খোলা চুল আর কালো স্টিলেটোর সঙ্গে ওই পা ছোঁয়া ডেনিম ড্রেস দেখে ভক্তরা বলছেন, একমাত্র ক্যাটরিনাকেই ডেনিমেও এত গ্ল্যামারাস দেখতে লাগতে পারে। আবার ফ্যাশন সমালোচকরা বলছেন, ওই একটিই পোশাকে একই সঙ্গে গ্ল্যামারাস ও প্রফেশনাল লাগছে ক্যাটরিনাকে।
ক্যাটরিনার মতো সাজ কম খরচেও করতে পারেন আপনি। স্টাইলিস্টরা বলছেন, গোড়ালি ছোঁয়া ডেনিম স্কার্টের সঙ্গে ডেনিম শার্ট দিয়ে একই রকম ফ্যাশনেবল লাগতে পারে আপনাকেও। কলকাতার পোশাকশিল্পীরা বলছেন, গত এক বছর ধরেই ‘ডেনিম অন ডেনিম লুক’ চলছে। সেই ট্রেন্ডে গা ভাসাতে পারেন আপনিও।