রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

নতুন এক তানিয়া বৃষ্টি


২৮ সেপ্টেম্বর ২০২৪, ২:১১ অপরাহ্ণ 

নতুন এক তানিয়া বৃষ্টি

ছবি: সংগৃহীত |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অভিনয় শিল্পীদের কাছে তাদের অভিনীত প্রতিটি নাটকই প্রিয়। তবে কিছু কিছু নাটক যেন একটু নয়, অনেকটাই বেশি প্রিয়। ঠিক তেমনি এ প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টির কাছে তার সাম্প্রতিক সময়ে প্রচারে আসা অনেক নাটকের মধ্যে ‘চোখটা আমাকে দাও’ নাটকটি যেন অনেকটাই বেশি প্রিয়।

নাটকটি রচনা ও নির্মাণ করেছেন গুণী নাট্যকার, নাট্যনির্মাতা সাগর জাহান। এর আগেও সাগর জাহানের পরিচালনায় তানিয়া বৃষ্টি ‘ছোবল’, ‘মিস শিউলীর প্রেমিকেরা’, ‘চাবিওয়ালা’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। তবে তার চেয়েও যেন অনেক বেশি প্রশংসার জোয়ারে ভাসছেন সাগর জাহানের ‘চোখটা আমাকে দাও’তে অভিনয় করে। এ নাটকে তানিয়া বৃষ্টি আলিয়া অর্থাৎ একজন পতিতার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা জোভান। নাটকটি প্রচারের পর দর্শকমহলে তার অভিনয় নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক নির্মাতাও তার অভিনয় নিয়ে প্রশংসা করেছেন।

নাটকটি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, “‘চোখটা আমাকে দাও’—আমার ভীষণ প্রিয় একটি নাটক। এই নাটকে অভিনয়ের জন্য আমার নিজেরই যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। কিন্তু এই নাটকটি যেন আমার সবচেয়ে প্রিয় একটি নাটকে পরিণত হয়েছে। আমি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি সাগর ভাইয়ের প্রতি, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ ‘চোখটা আমাকে দাও’-এর পুরো ইউনিটের প্রতি। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।”

এমএস/২৮/১