স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
১১ আগস্ট ২০২৪, ৬:১২ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত |
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনেক তারকাদেরই নীরব সরব উভয় ভূমিকা পালন করতে দেখা গেছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পোস্টে তার দাবি, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ততা নেই তার।
এ অভিনেতা দীর্ঘ এক পোস্টে দাবি করেন, তার মায়ের অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় হতে পারেননি।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি উল্লেখ করে চঞ্চল চৌধুরী লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি।
এ অভিনেতা আরও লিখেছেন, আমি সাধারণ একজন শিল্পী মাত্র। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক এই কামনাই করি।
এসআর/এসএম/১১/১৬