মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

১৯ শে এপ্রিল ঢাকায় আসছেন সংগীত শিল্পী আতিফ আসলাম


১৯ শে এপ্রিল ঢাকায় আসছেন সংগীত শিল্পী আতিফ আসলাম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

১১ বছর পর বাংলাদেশের মাটিতে আবারো আসছেন আতিফ আসলাম। গত ২৯ শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাকিস্থানী এই সঙ্গীত শিল্পী ও অভিনেতা – ‘ Bangladesh Lets vibe together soon ‘ লিখে একটি বার্তা শেয়ার করেন।

‘ পেহেলি নাজার মে’ , ‘ তেরা হোনে লাগা হু’ এর মতো প্রায় শতাধিক গান গেয়ে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন আতিফ। পাকিস্থান, ভারত, বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে তার জনপ্রিয়তা ব্যাপক । ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে শেষবার আতিফ বাংলাদেশে এসেছিলেন।

‘ Let's Vibe and Blues Communication’ আয়োজিত ১৮ ও ১৯ তারিখের "Let's Vibe Art and Music Festival" এ ভারতীয় সঙ্গীত শিল্পী কিং এবং আতিফ এর কনসার্ট নিয়ে ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উৎসবের ঢেউ। ঈদের পরপরই এতো বড় আয়োজন নিয়ে উৎসাহী আয়োজক ও দর্শকরা। "Let's Vibe Art and Music Festival" এর ফেসবুক ইভেন্ট পেজ থেকে জানা যায় ১৮ ও ১৯ শে এপ্রিল বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউনডে ২ দিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হবে । তাদের ওয়েবসাইটে ১ লা এপ্রিল থেকে টিকেট সংগ্রহ করা যাবে।

১২ ই এপ্রিল নেপালে কনসার্ট করে একেবারে ঈদের পর বাংলাদেশে অনুষ্ঠানের মাধ্যমে আতিফ আসলাম  তার বিশ্ব ভ্রমণের যাত্রা পুনরায় শুরু করবেন।