৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
৩১ মার্চ ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ
১১ বছর পর বাংলাদেশের মাটিতে আবারো আসছেন আতিফ আসলাম। গত ২৯ শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাকিস্থানী এই সঙ্গীত শিল্পী ও অভিনেতা – ‘ Bangladesh Lets vibe together soon ‘ লিখে একটি বার্তা শেয়ার করেন।
‘ পেহেলি নাজার মে’ , ‘ তেরা হোনে লাগা হু’ এর মতো প্রায় শতাধিক গান গেয়ে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন আতিফ। পাকিস্থান, ভারত, বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে তার জনপ্রিয়তা ব্যাপক । ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে শেষবার আতিফ বাংলাদেশে এসেছিলেন।
‘ Let's Vibe and Blues Communication’ আয়োজিত ১৮ ও ১৯ তারিখের "Let's Vibe Art and Music Festival" এ ভারতীয় সঙ্গীত শিল্পী কিং এবং আতিফ এর কনসার্ট নিয়ে ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উৎসবের ঢেউ। ঈদের পরপরই এতো বড় আয়োজন নিয়ে উৎসাহী আয়োজক ও দর্শকরা। "Let's Vibe Art and Music Festival" এর ফেসবুক ইভেন্ট পেজ থেকে জানা যায় ১৮ ও ১৯ শে এপ্রিল বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউনডে ২ দিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হবে । তাদের ওয়েবসাইটে ১ লা এপ্রিল থেকে টিকেট সংগ্রহ করা যাবে।
১২ ই এপ্রিল নেপালে কনসার্ট করে একেবারে ঈদের পর বাংলাদেশে অনুষ্ঠানের মাধ্যমে আতিফ আসলাম তার বিশ্ব ভ্রমণের যাত্রা পুনরায় শুরু করবেন।