বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
বিশ্ববিদ্যালয়

খুকৃবিতে সরস্বতী পূজা উদযাপিত


খুকৃবিতে সরস্বতী পূজা উদযাপিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আজ ৩রা ফেব্রুয়ারী খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) পূজা উদযাপন কমিটির আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এবং ট্রেজারার প্রফেসর শামীম আহমেদ কামাল উদ্দীন খান মহোদয়সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সকাল  সাড়ে সাতটায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এর প্রাঙ্গনে প্রতিমা স্থাপন করা হয়। এরপর দশটায় দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়। এবারের পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সহকারী অধ্যাপক ডা. সবুজ কান্তি নাথ ও ডা. সুবর্না রানী কুণ্ডু, আহ্বায়ক প্রভাষক দেবাশীষ পন্ডিত ও সদস্য সচিব স্মরণ কুমার দাস ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান বলেন, “আমরা সকলে মিলে নিজ ধর্মের রীতিনীতি মেনে চললে এই দেশ আরো সুন্দর হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সকল ধরণের ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কো-কারিকুলার এক্টিভিটিস বিদ্যমান থাকুক।”

স্মরণ কুমার দাস বলেন, “সকলের সর্বাত্মক সহযোগীতায় এই বছর বাণী অর্চনা খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা চাই যেন সামনের বছর গুলোতে আরো ভালোভাবে ও বড় পরিসরে সরস্বতীপূজা আয়োজন করতে পারি”

আরেক নেপালি শিক্ষার্থী অনিল কুমার বলেন, “প্রতিবারের মতো এবারের পূজাও সুন্দর হয়েছে। পরিবার থেকে দূরে এসেও বিশ্ববিদ্যালয়ের সকলের সাথে পূজার অনুষ্ঠা্নে অংশগ্রহণ বেশ আনন্দদায়ক ছিল।”

সর্বশেষ সাড়ে বারোটায় প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার সমাপ্তি হয়।