মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

কুবিসাসের সাবেক দপ্তর সম্পাদক নাজমুল সবুজের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া


কুবিসাসের সাবেক দপ্তর সম্পাদক নাজমুল সবুজের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি নাজমুল সবুজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুবিসাসের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। এতে মরহুম নাজমুল সবুজ, তার পরিবার এবং বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আবাসিক হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নাজমুল সবুজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে ঢাকার এক আত্মীয়ের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৭ বছর।