৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
২৮ নভেম্বর ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪। জুলাই-আগস্টের প্রথম শহীদ আবু সাঈদ এর নামে অনুষ্ঠিত হবে এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।
শারীরিক শিক্ষা বিভাগের সূত্রে জানা যায়, ছেলে ও নারী শিক্ষার্থীদের জন্য দুই ভাগে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকত আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।
সূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানের পর ৩০ নভেম্বর (শনিবার) অর্থনীতি বিভাগ ও রসায়ন বিভাগের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। নারী দলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ এবং বাংলা বিভাগ। এরপর প্রতিদিন ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২২টি বিভাগের মধ্যে সবকটি বিভাগের ছাত্রদের দল অংশগ্রহণ করবে পক্ষান্তরে নারীদের ৮টি বিভাগের ৮টি দল খেলায় অংশগ্রহণ করবে।
শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিভাগ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন খোকন বলেন, দীর্ঘ ১২ বছর পর শারীরিক শিক্ষা বিভাগ থেকে এই টুর্নামেন্ট আয়োজন করায় আমরা খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত। এই টুর্নামেন্টে ২২টি বিভাগ অংশগ্রহণ করবে ফলে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। কিছুদিন আগে ব্রুসা কর্তৃক আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে আমাদের বিভাগ চ্যাম্পিয়ন হয় এবং এই বছরের শুরুর দিকে ফুটবল ক্লাব বেরোবি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আমাদের বিভাগ রানার্সআপ হয়। আমাদের প্রাক্টিস চলমান আছে। তাই আশা করতেছি এই টুর্নামেন্টে ভালো কিছু করবে আমাদের বিভাগ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নারী দলের খেলোয়াড় মোছাঃ আদুরী খাতুন বলেন, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য শারীরিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে সকল টুর্নামেন্টে যেন নারী দল রাখে সে আশা ব্যক্ত করছি সাথে তিনি আরো বলেন আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে যেন বেরোবির নারী দল অংশগ্রহণ করতে পারে।
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ও শহীদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ড. মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে। সেখানে অংশগ্রহণকারী বিভাগের সকল শিক্ষক, কমকর্তা, কর্মচারীরা মাঠে এসে খেলা উপভোগ করুক। তিনি আরও বলেন, টুর্নামেন্ট আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহযোগিতা করায় বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
আন্তঃবিভাগে ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ক্যাম্পাসের খেলার মাঠ গুলো ছাত্র-ছাত্রীদের অনুশীলনে পরিপূর্ণ, উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে এই আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর আগে ২০১২ সালে এই বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তবে এবার ফুটবল টুর্নামেন্টটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ এর নামে অনুষ্ঠিত হবে বলে জানান। সবশেষে, আগামী ৭ ডিসেম্বর সোমবার বিকেলে শহীদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।