রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

রাজনৈতিক সরকার মানুষ তৈরি করে না :ইবি উপাচার্য


রাজনৈতিক সরকার মানুষ তৈরি করে না :ইবি উপাচার্য
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি কোন রাজনৈতিক ব্যাক্তি নই। রাজনৈতিক সরকার মানুষকে সাহায্য করে কিন্তু মানুষ তৈরি করে না। আমাদের মানুষ তৈরি হওয়াটা জরুরি। তারা চাকরি পায় ঠিকই কিন্তু কিছু শেখে না। সিনিয়র হয়ে গেলেও কাজ জানে না। ইংরেজিটাও জানে না। একটা ফরেইন কল আসলে কিভাবে কথা বলতে হয় জানে না।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন উপাচার্য।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম, ক্রীড়া সম্পাদক ফরহাদ খাদেম, কার্যনির্বাহী সদস্যদের মাঝে জিসান নজরুল, শাহিন রাজাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।