জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
১ অক্টোবর ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন পরিচালক এবং অতিরিক্ত পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গনিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালকে পরিচালক এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এক আদেশে বলা হয়েছে, আইকিউএসি-র নতুন পরিচালক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালকে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।
অপর আদেশে, অতিরিক্ত পরিচালক হিসেবে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা তালুকদারকে অব্যাহতি দিয়ে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য কার্যকর হবে।