মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সবজি বাজার হঠাৎ ঊর্ধ্বমুখী হলো যে কারণে


বন্যা-বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্ন হওয়ায় সবজির দাম কমছে না। উপরন্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মহাসড়কে যান চলাচল সীমিত থাকায় সরবরাহ একেবারেই কমে গেছে। এ জন্য সবজির দাম বাড়ছে। সরবরাহ না বাড়লে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন কোনো কোনো সবজি ব্যবসায়ী।

১৭ জুলাই ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ 

সবজি বাজার হঠাৎ ঊর্ধ্বমুখী হলো যে কারণে

রাজধানীর সবজি বাজার | ছবি: ছবি/ সংগৃহীত

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাজারে সবজির দাম এখন বেশ চড়া। অনেকটা লাগামহীন হয়ে পড়েছে সবজির বাজার। বন্যা-বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্ন হওয়ায় সবজির দাম কমছে না। উপরন্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মহাসড়কে যান চলাচল সীমিত থাকায় সরবরাহ একেবারেই কমে গেছে। এ জন্য সবজির দাম বাড়ছে। সরবরাহ না বাড়লে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন কোনো কোনো সবজি ব্যবসায়ী।

গত বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন খুচরা বাজারে ঢ্যাঁড়সের কেজি বিক্রি হয় ৪০ টাকার আশপাশের দরে। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারেই প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা দরে। সে হিসাবে ৫ দিনে প্রায় দ্বিগুণ হয়েছে সবজিটির দাম। মহাখালী, শান্তিনগর, হাতিরপুল এলাকার কাঁচাবাজারে কেউ কেউ ৯০ টাকাও হাঁকছেন ঢ্যাঁড়সের কেজি।

শুধু ঢ্যাঁড়স নয়, বেগুন, করলা, বরবটির মতো নিত্যব্যবহার্য সবজির দাম এখন ১০০ টাকার ওপরে। যেমন মানভেদে প্রতি কেজি বেগুন ১০০-১৪০ টাকা এবং বরবটি ও কাঁকরোল ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে টমেটো প্রতি কেজি ২০০-২২০ টাকা। আর এক কেজি করলার দাম নেওয়া হচ্ছে ১২০-১৪০ টাকা। এভাবে গাজর, শসা, ধনেপাতা, কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম ১০০ টাকার ওপরে।

ব্যবসায়ীরা বলছেন, কাঁচামাল মজুত করে রাখার কোনো সুযোগ নেই। দাম নির্ভর করে পুরোপুরি সরবরাহ বা জোগানের ওপর। জোগানদারদের এক ট্রাক মাল এলে অনেক ব্যবসায়ী ভিড় করেন। এ জন্য দর বাড়িয়ে দেন ব্যাপারীরা (পাইকার)। ফলে খুচরা বাজারেও দাম বেড়ে যায়।

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার প্রথম আলোর সাক্ষাৎকারে জানান, বর্তমানে সবজির চড়া দামের মূল কারণ অতিবৃষ্টি ও বন্যা। দেশের অনেক এলাকায় বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সরবরাহ ঠিক থাকলে দাম আর বাড়বে না। তবে সবজির বর্তমান দাম কমতে আরও ১৫-২০ দিন বা মাসখানেক সময় লাগতে পারে।

এছাড়াও বর্তমানে দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সংঘবদ্ধতার কারণে মহাসড়কগুলো বন্ধ আছে। দুই-তিন দিন ধরে এ পরিস্থিতি থাকায় সরবরাহ আরও কমেছে। এতে সবজির বাজারে দামও যেন আকাশ-ছোয়া হচ্ছে।

এভাবে দ্রব্যমূল্য লাগামহীন হওয়ায় বেশ বিপদে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। খরচের তুলনায় আয় বাড়েনি সাধারণ মানুষের। ফলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। [সূত্র/প্রথম আলো]

টিএনএ/এফএ/১৭/৩