বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শেরপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত


শেরপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টায় হামছায়াপুর এলাকায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিল্পপতি শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি  শিক্ষাবিদ মাওলানা মোঃ মানছুরুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ ব্যাপী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দাওয়াতী পক্ষ পালন উপলক্ষে দিক নির্দেশনা ও স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয়েছে এই সভায়।

এসময় প্রধান অতিথি মানছুরুর রহমান বলেন, তৃণমূলের জনশক্তিই  সাংগঠনের প্রাণশক্তি , তৃণমূল সংগঠন মজবুত হলে সংগঠন মজবুত হবে। দাওয়াতি পক্ষ পালন উপলক্ষে তিনি বলেন, দাওয়াতি কাজ করেছেন নবী এবং রাসূলগণ। কিন্তু খাতামুন নাবীয়্যিন অর্থ্যাৎ নবীদের পথ বন্ধ হওয়ার কারণে এই দাওয়াতি কাজের মিশন ও ভীষণ বাস্তবায়ন করতে হবে উম্মতে মোহাম্মদীর। তাই আমাদের প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতি বাড়ীতে বাড়িতে  ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়। আর সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই মেসেজটি জনগণের দৌরগাড়ায়  পৌঁছে দিতে হবে । প্রতি ইউনিট এবং ওয়ার্ড দায়িত্বশীলদের প্রতি বাড়ীতে  গিয়ে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার উদাত্ত আহবান জানান তিনি ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক, রাজনৈতিক সেক্রেটারি রেজাউল করিম বাবলু, এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ শাহীন আলম, অফিস সেক্রেটারী অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক, প্রচার সেক্রেটারী সাংবাদিক ইফতেখার আলম, শেরপুর পৌর জামায়াতের আমীর আব্দুল খালেক প্রমুখ।