মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ভালুকায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল


ভালুকায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে  মিছিল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” কর্তৃক মুসলিম আইনজীবীকে হত্যা ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র বন্ধের দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বাংলাদেশ হেফাজতে ইসলাম ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতা আংশগ্রহন করেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 'ইসকন' নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।

জুমার নামজের পরে সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বাংলাদেশে হেফাজত ইসলাম হবিরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরী, উপজেলা হেফাজতের আহবায়ক মাওঃ আবু রাহাত কামাল,যুগ্ম আহবায়ক মাওঃ মহিউদ্দিন,মাওঃ ইলিয়াস আমিনী যুগ্ম সদস্য সচিব মাওঃ শরিফুল ইসলাম, মুফতি হাবিব জিহাদী, মাও.আতিকুল ইসলাম, মাও. আলী হোসেন,মোহাম্মদ উল্লাহ,তৌহিদুল ইসলাম প্রমুখ।

পরে মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করে দেন।