৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
২৯ নভেম্বর ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ
ফরিদপুরে সাংবাদিকদের সাথে ফরিদপুর জেলা জামায়াত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ ডিসেম্বর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জামায়াতের কর্মী সভা উপলক্ষে ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুর জেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ বদরউদ্দিন। এ সময়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাব, সহকারি সেক্রেটারি আবু হারিস মোল্লা, মোঃ জসিম উদ্দিন, জেলা নায়েবে আমির মোঃ ইমতিয়াজ উদ্দিন, সহকারী জেনারেল মোঃ জসিম উদ্দিন ও এস এম আবুল বাশার প্রমূখ। এ সময় সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা জানান বিগত ৫ আগস্ট এর পূর্বে জামায়াত ইসলামের উপর অমানবিক জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
৫ পাঁচ আগস্টের পর যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা অক্ষুন্ন রাখতে সকলকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান।
১ ডিসেম্বর কর্মী সম্মেলনকে সফল করতে বক্তারা পুলিশ, প্রশাসন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং নাশকতা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়ার আহবান জানানো হয়।
মত বিনিময় সভায় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।