মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

সম্পত্তি লিখে নিতে মুক্তিযোদ্ধা বাবাকে তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা


২৮ নভেম্বর ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ 

সম্পত্তি লিখে নিতে মুক্তিযোদ্ধা বাবাকে তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঝালকাঠির নলছিটিতে সম্পত্তি লিখে নিতে ৮ দিন ধরে নিজ মুক্তিযোদ্ধা বাবাকে একটি কক্ষে  তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়  উপস্থিত ছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিবাহ করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া নিয়ে থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়েরা বাড়িতে তালাবদ্ধ করে রেখেছেন। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। এরপর তিনি এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মেয়েরা, আটকিয়ে রাখার বিষয়টি স্বীকার করে রেবা আক্তার ও লাখি আক্তার বলেন, তিনি আমাদের জন্মদাতা পিতা তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানেই গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকিয়ে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযুদ্ধোকে বলা হয়েছে তার  মেয়েরা যাতে বঞ্চিত না হয়।