জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
১ অক্টোবর ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
এক দফা দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ জেলার সকল সরকারি হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফাররা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে এবং নরসিংদী সদর হাসপাতালে সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নার্স নেতারা বলেন, তাদের দীর্ঘদিনের দাবি কর্তৃপক্ষ আমলে না নেওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মবিরতির ডাক দিয়েছেন।
এ দিকে নার্স ও মিডওয়াইফাররা হাসপাতালে কর্মবিরতি পালন করায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চিকিৎসা সেবা না নিয়ে অনেকে চলে যান