রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

নার্স ও মিডওয়াইফারদের ৩ ঘণ্টা কর্মবিরতি


১ অক্টোবর ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ 

নার্স ও মিডওয়াইফারদের ৩ ঘণ্টা কর্মবিরতি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

এক দফা দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ জেলার সকল সরকারি হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফাররা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে এবং নরসিংদী সদর হাসপাতালে সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নার্স নেতারা বলেন, তাদের দীর্ঘদিনের দাবি কর্তৃপক্ষ আমলে না নেওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মবিরতির ডাক দিয়েছেন।

এ দিকে নার্স ও মিডওয়াইফাররা হাসপাতালে কর্মবিরতি পালন করায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চিকিৎসা সেবা না নিয়ে অনেকে চলে যান