বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রস্তুতি


ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষা? ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার সহায়ক প্রশ্ন।

২২ অক্টোবর ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ 

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রস্তুতি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষা? ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার সহায়ক প্রশ্ন। 'পেশাদার কিংবা অপেশাদার' যে কারো জন্যই চালক হিসাবে সড়কে গাড়ি চালনার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত কোন ব্যাক্তি সড়কে গাড়ি চালালে তা হবে সম্পূর্ণ ট্রাফিক আইনের পরিপন্থী এবং তাকে জরিমানার আওতায় আনা হবে। ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষা কেমন হয়? আপনি কি ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন? ড্রাইভিং লাইসেন্স পেতে হলে যে কাউকেই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-( বি আর টি এ ) এর সঠিক নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্স এর তিনটি (৩) ধাপের পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হতে হবে। আর এ জন্য অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষায় কি কি প্রশ্ন আসে? ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষায় কি কি প্রশ্ন থাকে? বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার নমুনা প্রশ্ন কেমন হয়? ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষায় কি জিজ্ঞাসা করে? আমি কি পারবো এত সব প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ অবশ্যই পারবেন। ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য সহায়ক কিছু প্রশ্ন ও সমাধান জেনে নিতে পারেন ' আজকের প্রসঙ্গের ' আজকের এই আলোচনা থেকে। তাহলে চলুন বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও সমাধান জেনে নেই।

আরও পড়ুন

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার সহায়ক প্রশ্নঃ  

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষা। কোন রকম বণিতা না করে চট করে বলে ফেলুন-একদম সহজভাবে সোজাসাফটা জবাব দেন। রাস্তায় গাড়ি চালনার জন্য বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয় আর এগুলো জানা একজন চালকের জন্য খুবই জরুরি। সড়কে যান চলাচলে ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সাইন খুব গুরুত্বপূর্ণ বিষয়।  
তাই এ সব বিষয়ে পূর্ণ ধারণা থাকতে হবে। কোথায় কত স্পীডে গাড়ী চালাতে হবে এবং নিয়ম না মেনে গাড়ি চালালে কী জরিমানা করা হবে, এই ব্যাপারে ভালো ধারনা রাখতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (BRTA)এই সব বিষয়ে নীতিমালা প্রণয়ন করেছেন। ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষায় কি জিজ্ঞাসা করে? বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষায় কি কি প্রশ্ন আসে? গাড়ি চালাতে গেলে রাস্তার কী কী নিয়ম মানতে হয়? এই সব প্রশ্নের বা কথার উত্তর মেলাতে নীচের চার্ট গুলো ভালোভাবে রপ্ত করে নেন। (মনে রাখবেনঃ-নিয়ম না মেনে অথবা সঠিক নিয়ম না জেনে গাড়ি চালালে দুর্ঘটনা অনিবার্য)।

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষায় যা যা থাকেঃ- নিচের সংকেত বা চিহ্ন গুলো আপনার ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার জন্য অনেক সহায়ক ভুমিকা রাখবে,তাই ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে এসব সংকেত বা চিহ্ন গুলো ভালভাবে নিজের মাথায় রাখুন।  

ট্রাফিক চিহ্ন বা সংকেতগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে।

১. বাধ্যতামূলক সংকেত বা চিহ্নবলি 
ক. হ্যাঁ-বাচক বাধ্যতামূলক
খ. না-বাচক বাধ্যতামূলক
২. সতর্কতামূলক সংকেত বা চিহ্নবলি
৩. তথ্যমূলক সংকেত বা চিহ্নবলি

 

 

 

 

উপর উল্লেখিত বিষয় ছাড়াও গাড়ির কাগজপত্র ও গাড়ি সম্পর্কে পরিপূর্ণ ধারনা রাখা জরুরি।