বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
৮ মে ২০২৪, ২:০৩ অপরাহ্ণ
পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল দেশের অন্যতম সেরা ড্রাইভিং প্রশিক্ষন কেন্দ্র। দক্ষ চালক তৈরি করার কারিগর ‘পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল’। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) অনুমোদিত ইন্সট্র্যাক্টর ও অত্যন্ত সুদক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত ‘পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল’।
প্রতিষ্ঠানটির রয়েছে সুবিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ডিজিটাল ক্লাসরুম ও ঘরে বসে অনলাইনে থিউরিক্যাল ক্লাস করার সুব্যবস্থা এবং অনলাইনে ভর্তির পাশাপাশি পেমেন্ট পরিশোধ করার সুবিধা। বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের অঙ্গপ্রতিষ্ঠান ‘পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল’। দীর্ঘ সময় ধরে সুদক্ষ চালক গড়ে তুলতে কাজ করছে ‘পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল’ যা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সুফল বয়ে আনছে দেশের অভ্যন্তরে। পাশাপাশি বেকারত্ব দুরীকরনেও অবদান রাখছে দেশের সেরা অন্যতম ড্রাইভিং প্রশিক্ষন কেন্দ্র হিসাবে।
২০১৮ সালের শুরুতে ৫৫ জন শিক্ষানবিস প্রশিক্ষণার্থী নিয়ে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের যাত্রা শুরু। মিরপুর বিআরটিএ’র পেছনে ৪৮/৩ কাফরুল (ঢাকা-১২১৬) এলাকার বিআরটিসি স্টাফ কোয়ার্টার মার্কেট সংলগ্ন প্রতিষ্ঠানটির অবস্থান। আর্থিক ভাবে অসচ্ছল বেকার যুবক-যুবতী ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষনের ব্যবস্থা। বর্তমানে লক্ষ বেকার যুবকের আস্থার প্রতীক পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল। তাঁদের ভাষায় ভালো প্রশিক্ষন মানেই দক্ষতা অর্জনের মূলমন্ত্র।
পাথওয়ে’র মূল লক্ষ্য হচ্ছে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত কর্মজীবী নারী ও দরিদ্র জনগোষ্ঠীর অগ্রগতি। এ লক্ষ্যে পিছিয়ে পড়া নারী ও তৃতীয় লিঙ্গের মাঝে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মক্ষম ও স্বাবলম্বী করে গড়ে তোলা। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলে কেবলমাত্র দক্ষ প্রশিক্ষকদের দ্বারা গাড়ি চালানো শিখানো হয় এমনটা না, রয়েছে (বিআরটিএ) অনুমোদিত ইন্সট্র্যাক্টরও। স্কুলটিতে ব্যবহারিক ক্লাস নেয়ার পাশাপাশি থিওরিটিক্যাল ক্লাসও করানো হয়। থিওরি ক্লাসে ট্রাফিক চিহ্ন, সড়কের সতর্ক সংকেত, ট্রাফিক আইন ও গাড়ির ইঞ্জিন মেকানিক্যাল ও রক্ষনাবেক্ষণ ইত্যাদি সকল বিষয় সম্পর্কেই এখানে ধারণা দেয়া হয়। এমনকি সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়নও করার ব্যবস্থাও এখানে রয়েছে।
সড়কে নানা দুর্ঘটনা প্রতিরোধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল ’। এছাড়াও দক্ষ চালক গড়ে তুলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। একইসঙ্গে বিভিন্ন দিবসে চালক-পথচারীদের নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছে পাথওয়ে। ‘চালক, যাত্রী ও পথচারী ট্রাফিক আইন মেনে চলি, দুর্ঘটনা রোধ করি’- এ স্লোগানকে সামনে রেখে দক্ষ চালক গড়ে তুলতে ক্রমেই এগিয়ে চলেছে ‘পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল’।
পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে বছরে প্রায় ১ হাজার ২০০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে থাকে। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে ২৫ জন এডিশনাল এসপি প্রশিক্ষণ নিয়েছেন এবং পুলিশের ১০ জন মহিলা সাব-ইন্সপেক্টর। এযাবত ২০০জন বেকার যুবক-যুবতীকে ফ্রি ড্রাইভিং ট্রেনিং প্রশিক্ষন দেয়া হয়েছে। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষন নিয়ে বর্তমানে বিদেশে ১০০ জন চালক কর্মরত আছেন।
সিফাত তাহজিবা ও আফসানা বেগম নামে দুই শিক্ষার্থী আজকের প্রসঙ্গের সাথে সাক্ষাতকালে বলেন, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে আমরা স্বাচ্ছন্দ্যে ড্রাইভিং ট্রেনিং নিতে পারছি। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ শহরে কর্মসংস্থানের লক্ষ্যে দুস্থ অসহায়, তৃতীয় লিঙ্গ ও বেকার শিক্ষিত যুবক-তরুণীদের ফ্রি ট্রেনিং দিচ্ছে দেশের সেরা অন্যতম ড্রাইভিং প্রশিক্ষন কেন্দ্র পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল। তাই যারা গাড়ি চালানোর জন্য সঠিক প্রশিক্ষণ নেয়ার কথা ভাবছেন, তারা পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সড়কে গাড়ি চালাতে পারবেন নিশ্চিন্তে।
একান্ত আলাপকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে'র নির্বাহী পরিচালক বলেন, দেশের সুবিধাবঞ্চিত বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণে ঢাকা সহ সারাদেশে 'পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল' এর শাখা গড়ে তোলার জন্য কাজ করছে 'পাথওয়ে'।