৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
২৭ নভেম্বর ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ
পটুয়াখালীর মহিপুরে উন্নত চাষাবাদ চর্চার জন্য জৈব পদ্ধতি ও মাটির স্বাস্থ্য সংরক্ষণ শেখার জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল দশটায় কারিতাস'র ধরিত্রী প্রকল্পের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মহিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড পুরান মহিপুর এলাকায় এ মাঠ দিবস উপলক্ষে উপকারভোগী সহ এলাকার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
কারিতাস বরিশাল অঞ্চল ধরিত্রী ও এ্যাকরা'ব প্রকল্পের জেপিও মি.জর্জ বৈরাগী'র সভাপতিত্বে, ফিল্ড ফেসিলিটর কাজল ঘরামী'র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উপ-সহকারী মো: আসরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জামাল হোসেন মাঠ কর্মকর্তা কারিতাস কলাপাড়া উপজেলা। গণমাধ্যমকর্মী আল-আমিন অনিক সহ বিভিন্ন জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, উন্নত চাষাবাদ চর্চার জন্য জৈব পদ্ধতি ও মাটির স্বাস্থ্য সংরক্ষণ, ভার্মি কম্পোস্ট সারের উপকারিতা, মাতৃ স্বাস্থ্য সেবা, নবজাত ও শিশু, কিশোর কিশোরীর, প্রবীণ ও পারিপার্শ্বিক পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রায় ঘন্টাব্যাপী আলোচনা করেন।