জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
২৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ
নওগাঁর সাপাহারে ১২৫পিচ আম গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এঘটনায় ৪ জনকে বিবাদী করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার দিঘীরহাট মিরাপাড়া গ্রামের রবিউল ইসলাম (২২) ১৬ কাঠা জমিতে রোপণকৃত ১২৫ পিচ আম গাছ কেটে ফেলে। খবর পেয়ে বাগান দেখতে গেলে রবিউল জানতে পারে অভিযোগে উল্লেখিত বিবাদীরা আম গাছগুলো দিনের আলোয় কেটে ফেলেছে। ওইদিনআইনি সহায়তা চেয়ে ৪জনকে বিবাদী করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ করেন রবিউল।
লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন, মিরাপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোস্তফা আলী (৬২) মৃত পাগলুর ছেলে শ্রী বাধনু (২৫), খুয়ার ছেলে শ্রী শাহু(২২) ও বিরামপুর গ্রামের শ্রী মঙ্গলুর ছেলে শ্রী বিষ্যা (২৪)।
এবিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, আম গাছ কর্তনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।