রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

৫ কৃষকের একজন এখনো জিম্মি, ৪ জনের মুক্তি


৫ কৃষকের একজন এখনো জিম্মি, ৪ জনের মুক্তি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দুই দিন আগে টেকনাফের পাহাড়ে জুম চাষ পাহারা দেওয়ার সময় অপহরণ করে নিয়ে যাওয়া ৫ কৃষকের ৪ জনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে মোহাম্মদ নুর (১৬) নামক একজনকে এখনো জিম্মি করে রেখেছে অপহরণকারীরা। তার মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করছে বলে জানিয়েছে তার পরিবার।  

রবিবার (২৪ মার্চ)  রাত সাড়ে ১২ টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা নুরালিপাড়া এলাকায়  ওই ৪ জনকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা ৪ জন হলেন-মো. রফিক, আব্দুর রহমান, মো. জিহান ও মো. শামীম। ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে এ ৪ জন মুক্তি পায় বলে জানান তাদের পরিবার। খবর পেয়ে ফিরে আসা ৪ জন কে উদ্ধার করে নিয়ে যায় টেকনাফ থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাতে কক্সবাজারের টেকনাফের পানখালির পাহাড়ে জুম চাষ পাহারা দেওয়ার সময় ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এরপর অপহরণকারীরা জিম্মি ৫ জনের পরিবারের কাছ থেকে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।