দৃষ্টিপ্রতিবন্ধী ও স্থায়ী প্রতিবন্ধিতা কিংবা আকস্মিক দুর্ঘটনাজনিত কারণে নিজ হাতে লিখতে সক্ষম না হলে সেই পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় সহযোগী হিসেবে শ্রুতিলেখক নিয়োগ বিষয়ে নীতিমালা-২০২৩ জারি করা হয়েছে।
এখন থেকে নির্ধারিত সময়ের চেয়ে এক-চতুর্থাংশ অতিরিক্ত সময় পাবেন প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা। স্বায়ত্তশাসিত , আধা স্বায়ত্তশাসিত ও সরকারি দপ্তর এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।
দৃষ্টিপ্রতিবন্ধী ও স্থায়ী প্রতিবন্ধিতা কিংবা আকস্মিক দুর্ঘটনাজনিত কারণে নিজ হাতে লিখতে সক্ষম না হলে সেই পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় সহযোগী হিসেবে শ্রুতিলেখক নিয়োগ বিষয়ে নীতিমালা-২০২৩ জারি করা হয়েছে।
গত বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, পরীক্ষার মোট সময়ের এক-চতুর্থাংশ অতিরিক্ত সময় পাবেন শ্রুতিলেখকের সাহায্য নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রার্থী। অর্থাৎ, তারা প্রতি ঘণ্টা পরীক্ষার সময়ের সাথে ১৫ মিনিট অতিরিক্ত সময় পাবে। পরীক্ষার ব্যাপ্তি যতটাই সংক্ষিপ্ত হোক, ন্যূনতম পাঁচ মিনিট অতিরিক্ত সময় পাবে তারা।
আকস্মিক দুর্ঘটনাজনিত কিংবা স্থায়ী প্রতিবন্ধিতার কারণে কোনো পরীক্ষার্থীর শ্রুতিলেখকের প্রয়োজন যাদের হবে, তারা প্রতি ঘণ্টা পরীক্ষা সাথে ১০ মিনিট অতিরিক্ত সময় পাবে। পরীক্ষার ব্যাপ্তি যতটাই সংক্ষিপ্ত হোক, ন্যূনতম পাঁচ মিনিট অতিরিক্ত সময় পাবে তারাও।