উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
১৯ নভেম্বর ২০২৩, ১:২১ অপরাহ্ণ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা যাবে আজ রবিবার। গতকাল শনিবার (১৮ নভেম্বর) বিকালে বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তপন কুমার বলেন, “আগামী ২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ করা হবে” এমন কোন চিঠি আমরা পাইনি। কোন গণমাধ্যমেও এ বিষয়ে আমি বক্তব্য দেইনি। আজ রবিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ সম্পর্কে চিঠি পাওয়া যেতে পারে। তখন বিজ্ঞপ্তি আকারে আমরা তা প্রকাশ করব।
এর আগে ‘আগামী ২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ’ শিরোনামে গত শুক্র ও শনিবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র ব্যবহার করে এসব সংবাদ প্রকাশ করা হয়।
এই বিষয়ে তপন কুমার সরকার বলেন, আমাকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। আমি এই ধরনের কোন মন্তব্য করিনি।
এইচএসসির ফল প্রকাশে ২৬, ২৭ ও ২৮ নভেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে রেখে মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট দিন ধার্য করা হবে। এখন পর্যন্ত ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানে না বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।