বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
Image

১৭ দিন পর টানেলে আটকেপড়া ৪১ শ্রমিক উদ্ধার

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে পড়ার ১৭ দিন পর অবশেষে আটকে পড়া ৪১ জন শ্রমিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) তাদেরকে একে একে নিরাপদে টানেল থেকে বের করে আনা হয়। এর মধ্যদিয়ে শ্রমিকদের আত্মীয়-স্বজনরা যেন প্রাণ ফিরে ফেল। অভিযান সফল হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন উদ্ধার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও।

এরপর শুরু...

১ ঘন্টা আগে

বিশেষজ্ঞের মতামত:

সড়ক দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়কহত্যা বন্ধ কর! প্রতিদিন প্রতিটি সড়ক হত্যাকান্ডের শেষ লাইন এক ও অভিন্ন, ঘাতকদের ধরা সম্ভব হয়নি বা ঘাতক পলাতক! প্রতিদিন সড়কহত্যা শিকার ৬৪ জন বছরে প্রায় ২৫,০০০। কিন্তু ঘাতকদের সাজার নজির নেই! সড়ক হত্যাকান্ড বন্ধ ও ন্যায় বিচার প্রাপ্তিতে সকল বিবেকবান মানুষ, সাংবাদিক ও আইনজীবীদের প্রতি আবেদন করছি।

গত ১১ই ফেব্রুয়ারি ২০১৯, সেন্টজোসেফের মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সড়ক হত্যাকাণ্ডের শিকার হয়। কলেজ থেকে ফেরার পথে ঢাকা বিমান বন্দর শ্যাওড়া বাস স্ট্যান্ডে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময়ে দ্রুতগামি বেপরোয়া বাস থাকে চাপা দিয়ে চলে যায়। এখানে একটা ফুটভারব্রিজ ছিল। এমন ব্যস্ততম সড়কে  ফুটভারব্রিজ অপসারন করে সড়কের ডিভাইডার কেটে জেব্রা ক্রসিং করে দেয়। 
বিকল্প না করে ফুটভারব্রিজ অপসারন করার কারনেই মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সড়ক হত্যাকাণ্ডের শিকার হয়। কিন্তু কোন প্রতিবাদ না হবার কারনে ও মিডিয়ায় সংবাদটি না আসার কারনে হত্যাকাণ্ডের বিচার হয়নি। আর মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন এর পিতা ২০১৭ সাল থেকে পারাল্যসিস রোগী তাই বিআরটির ঠিকাদারি...